
ঢাকা: ডেন্টাল কলেজ ও ইউনিটের ২০১৬-১৭ সালের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে শনিবার সন্ধ্যায়। শুক্রবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) থেকে পরীক্ষার ফল জানা যাবে।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ জানান, এবার সরকারি ৯টি ডেন্টাল কলেজ ও ইউনিটে ভর্তির জন্য ৫৩২ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। সেই সঙ্গে ২০০ জন শিক্ষার্থীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
এবারের ভর্তি পরীক্ষায় ২২ হাজার ৩৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও ৪ নভেম্বরের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৯ হাজার ৭০২ জন। ভর্তি পরীক্ষায় পাস করেছে ১৩ হাজার ১৭০ জন।
বর্তমানে দেশে সরকারি ৯টি, বেসরকারি ২৮টি ডেন্টাল কলেজ ও ইউনিট রয়েছে। এগুলোতে মোট আসন সংখ্যা ১ হাজার ৮৩২টি। এর মধ্যে সরকারি ৫৩২ ও বেসরকারি ১ হাজার ৩০০টি।
গ্রন্থনা: ময়ূখ, সম্পাদনা: জাহিদ