
ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের শেষ মুহূর্তে ফের সক্রিয় হলো গোপন তথ্য ফাঁস করে দেয়া ওয়েবসাইট উইকিলিকস। রোববার রাতে (যুক্তরাষ্ট্র সময়) ডেমোক্রেটিক পার্টির হ্যাক হওয়া বিপুল সংখ্যক ইমেইল প্রকাশ করেছে তারা।
হিলারি ক্লিনটনের নির্বাচনি প্রচারণার চেয়ারম্যান জন পডেস্টারের ব্যক্তিগত একাউন্ট থেকে ৫০ হাজারের বেশি ইমেইল হ্যাক করা হয়। গত চার সপ্তাহ ধরে দৈনিকভিত্তিতে এগুলো প্রকাশ করা হচ্ছিল। সর্বশেষ মার্কিন নির্বাচনের দুইদিন আগে ৮ হাজারের বেশি ইমেইল প্রকাশ করে উইকিলিকস।
এর আগে গত জুলাইয়ে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের আগেও উইকিলিকস ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির(ডিএনসি)২০ হাজার ইমেইল ফাঁস করেছিল।
সেই ইমেইলে দেখা গেছে, ডেমোক্রেটদের প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের সময় অর্থাৎ প্রাইমারিতে বার্নি স্যান্ডার্সের চেয়ে হিলারির প্রতি পক্ষপাত করেছেন ডিএনসির নেতারা। বিষয়টি স্যান্ডার্সের সমর্থকদের করা অভিযোগকে আরো জোরদার করে। স্যান্ডার্সের সমর্থকরা অভিযোগ করেছিলেন, ডিএনসি স্যান্ডার্সের বিরুদ্ধে কাজ করছে।
সেই সময়ে এই বিতর্কে ডেমোক্রেটিক পার্টির সভানেত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ডেবি ওয়াসারম্যান শুলজ।
নতুন ফাঁস হওয়া ইমেইলের বিষয়ে রোববার রাতে ডিএনসির মন্তব্য চেয়ে সিএনএন থেকে বার্তা পাঠানো হয়। কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো উত্তর পাওয়া যায়নি।
নির্বাচনের প্রাক্কালে নতুন ইমেইল ফাঁস করার ঘটনাকে ‘নভেম্বর সারপ্রাইজ’ হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবার অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের ক্ষতি করার জন্য শেষ ধাক্কা দেয়ার চেষ্টা হিসেবে এটিকে বর্ণনা করা হচ্ছে। সূত্র: সিএনএন
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: জাহিদ