
ঢাকা: মর্নিং সিফটে ক্লাস নেয়ার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রীরা।
বুধবার বিকেলে কলেজ সংলগ্ন রাজধানীর বেইলি রোডের সংযোগ সড়কে ছাত্রীরা অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
বুধবার কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ফলাফল প্রকাশ হয়। বেলা ১১টার দিকে ফল আনতে গিয়ে শিক্ষার্থীরা জানতে পারেন, আগামী ১০ জুলাই থেকে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দ্বিতীয় বর্ষের বিজ্ঞান শাখা এবং সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত প্রথম বর্ষের সব শাখা এবং দ্বিতীয় বর্ষের মানবিক ও বাণিজ্য শাখার ক্লাস চলবে।
এরপর দুপুর সাড়ে ১২টার দিকে দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের কয়েকশ ছাত্রী ক্যাম্পাসের ১ নম্বর ফটকের সামনে বেইলি রোডে অবস্থান নেয়।
নিরাপত্তার এবং পড়ালেখার ক্ষতির কারণ দেখিয়ে ছাত্রীরা মর্নিং (সকালে) ক্লাশের দাবি জানিয়ে আসছিল তারা। কিন্তু দীর্ঘদিনের এ দাবি পূরণ না হওয়ায় বুধবার রাস্তায় নামে তারা।
অধ্যক্ষ সুফিয়া খাতুন বলেন, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা করে আগামী ১০ জুলাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/জাই