
ডেস্কঃ দুই বছর আন্তর্জাতিক অঙ্গনের কোন টেনিস ম্যাচে দেখা যাবে পাঁচবার গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী মারিয়া শারাপোভাকে। রক্ত সঞ্চালনের গতি বর্ধক ঔষধ মেলডোনিয়াম গ্রহণের কারণে এই বিপাকে পড়তে হয়েছে মারিয়াকে। অস্ট্রেলিয়ান ওপেনের আগে, ড্রাগ টেস্টের জন্য গত ২৬ জানুয়ারী মারিয়ার মূত্র নমুনা গ্রহণ করা হয়। এতে নিষিদ্ধ উপাদানের অস্তিত্ব মিলে যাওয়ায় আন্তর্জাতিক টেনিস ফেডারেশন তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে।
মারিয়া শুধুমাত্র চিকিৎসার জন্য গত দশ বছর যাবৎ মেলডোনিয়াম গ্রহণ করছেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু মেলডোনিয়াম প্রস্তুতকারক কোম্পানি গ্রিনডেক মারফৎ জানা যায় ‘প্রেস্ক্রাইবড ঔষধ’ হিসেবে চার সপ্তাহ থেকে ছয় সপ্তাহ নিয়মিত এই মাদক গ্রহণ করা যায়; এর বেশী সময় নয়।
এই নিষিদ্ধকরণ প্রক্রিয়াকে কঠোর ও নিষ্ঠুর আখ্যা দিয়ে মারিয়া তার ফেইসবুকে জানান, আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের বিরুদ্ধে তিনি আপীল করবেন।
নিষিদ্ধ উপাদানের তালিকায় মেলডোনিয়াম অন্তর্ভুক্ত হয় ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বরে। চলতি বছরের প্রথম থেকে নিষিদ্ধ করণ কার্যকর হয়। খেলোয়ার হিসেবে মেলডোনিয়াম গ্রহণে মারিয়া প্রথম নন। ক্রীড়া সাংবাদিক রনি লার্নার জানিয়েছেন মেলডোনিয়াম গ্রহণের কারণে দুইজন ইউক্রেনিয়ান অ্যাথলেট, রাশিয়ান সাইক্লিস্ট এডওয়ার্ড ভর্গানভ এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন আইস ড্যান্সার ইকাতারিনা ববরোভা মারিয়ার মত ভুক্তোভোগী। তাছাড়া আশির দশকে আফগানিস্তানে যুদ্ধ চলাকালীন রাশিয়ান সৈন্যরা সহনশক্তি বৃদ্ধির জন্য বিপুল পরিমানে মেলডোনিয়াম গ্রহণ করত।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস