
কবিরুল ইসলাম, ভারত (শিলিগুড়ি) থেকে: পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আগে থেকে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের। বাংলাদেশ মহিলা দলকে দাওয়াতও দিয়ে রেখেছিল টিম ইন্ডিয়া। শিব মন্দির এলাকায় অবস্থিত হোটেল মোনার্চ আঁচলের দ্বিতীয় তলার কনফারেন্স রুমেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘থার্টি ফাস্ট নাইট সেলিব্রেশন পার্টি’র’। কিন্তু সে আয়োজন করেনি টিম ইন্ডিয়া। পার্টি শুরু হওয়ার তিন ঘণ্টা আগে হঠাৎ করে বাতিল করা হয় এ সকল আয়োজন। বাংলাদেশ দলকেও অনুষ্ঠান বাতিল সম্পর্কে কোনো কিছু জানায়নি স্বাগতিকরা।
আচমকা থার্টি ফাস্ট নাইটের আয়োজন বাতিল করার কারণও আছে। নিজেদের ফুটবল ইতিহাসে কখনোই বাংলাদেশকে জিততে দেয়নি ভারতীয় মহিলা ফুটবল দল। ছয়বারের লড়াইয়ে প্রতিবারই লাল-সবুজদের নাস্তা নাবুদ করে ছেড়েছিল কমলা-বালা দেবীরা। কিন্তু চলতি সাফের গ্রুপ পর্বে বাংলাদেশের বিরুদ্ধে আর জিততে পারেনি। ড্র করায় গ্রুপ রানার্সআপ হিসেবে সেমি ফাইনালে পা রাখে স্বাগতিক শিবির। তাই মন খারাপ ভারত দলের। আর সে কারণেই পূর্ব নির্ধারিত অনুষ্ঠান বাতিল করে তারা।
রাত ১২টায় বাংলাদেশ ও ভারত যে হোটেলে রয়েছে, সেই মোনার্চ আঁচলে গিয়ে দেখা যায় শুনসান নিরবতা। বাইরে দিয়ে গেট লাগানো। প্রহরী বসে আছেন ভেতরে। রিসিপশনে থাকা একজন ঘুমিয়ে পড়েছিলেন। তাকে ডেকে তুলতেই ফটক খুলে দেন। উপরে উঠে দেখা যায় দু’দলের ফুটবলাররাই ঘুমিয়ে পড়েছেন। অগ্যতা বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটনের রুমে গিয়ে কিচ্ছুক্ষণ গল্প করেই ফিরতে হলো। গল্পের মধ্যেই অনুষ্ঠান বাতিলের কথা জানালেন তিনি।
সম্পাদনা: ইয়াসিন