
ডেস্ক: চলতি সপ্তাহে সৌদি আরবের ১০ জন নারীকে গাড়ি চালানোর জন্য প্রথমবারের মত ড্রাইভিং লাইসেন্স দেয়া হয়েছে। এর ফলে ২৪ জুন থেকে সৌদি আরবে প্রকাশ্যে গাড়ি চালানোর অনুমতি পাবেন এসব নারীরা।
সৌদি আরবই হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যেখানে নারীদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা রয়েছে। সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের নির্দেশে ২৪ জুন থেকে এই নিষেধাজ্ঞা উঠে যাবে। ফলে বিশ্বের অন্যান্য দেশের মতই এখন থেকে সৌদি নারীরা নিজেরাই নিজেদের গাড়ি চালাতে পারবেন।
তবে সৌদি নারীদের গাড়ি চালানোর অধিকার দেয়ার জন্য এতদিন ধরে যেসব নারীরা আন্দোলন করে আসছিলেন তাদের এখনো ড্রাইভিং লাইসেন্স দেয়া হয়নি বলে জানা গেছে। বরং সাম্প্রতিক সপ্তাহে সৌদি নিরাপত্তা আইন লংঘন করার অপরাধে কয়েজন নারীকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, যেসব অ্যাকটিভিস্ট নারীদের গাড়ি চালানোর অধিকার দেয়ার জন্য আন্দোলন করে আসছিলেন তাদেরকেই গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে লুজেইন হাথলুল, আজিজা আলইউসুফ এবং ইমান আল নাফজান রয়েছেন। নারী অধিকার কর্মীদের বিরুদ্ধে চালানো সাম্প্রতিক এই অভিযান সৌদি আরবকে আধুনিক হিসেবে গড়ে তোলার জন্য যুবরাজের দেয়া প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক বলেই ভাবছেন অনেকে। সূত্র: এনডিটিভি
গ্রন্থনা: ফারহানা করিম