
ডেস্ক: যত্রতত্র ড্রোনের ওড়াওড়িতে বিপত্তিতে পড়ছে এয়ারপোর্ট। এমনকি ‘নো ফ্লাইজোন’ হিসেবে ঘোষণা করা স্পর্শকাতর জায়গাগুলোতেও অবাধে ঢুকে পড়ছে চালকবিহীন উড়োযান বা ড্রোন। নিরাপত্তার এই ঝুঁকি সামাল দিতে নতুন উদ্যোগ নিচ্ছে জার্মানির ডয়েসে টেলিকম।
বিশেষ করে জার্মানি গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর নতুন গাড়ি পরীক্ষার ট্র্যাকে প্রায়শই ঢুকে পড়ে ড্রোন। বাজারে ছাড়ার আগেই নতুন গাড়িগুলোর ছবি তুলে নিচ্ছে আধুুনিক পাপারাজ্জি হিসেবে আতঙ্ক ছড়ানো ড্রোনগুলো। এতে প্রাতিষ্ঠানিক ক্ষতিতে পড়ছে বিপুল বিনিয়োগ করা কোম্পানিগুলো। শুধু গাড়ি কোম্পানি নয় ফুটবল মাঠে ড্রোন বিড়ম্বনা থেকে মুক্তির উপায় খুঁজছে জার্মানির বিখ্যাত ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ। ছোকছোক করা ড্রোনের হাত থেকে নিস্তার পেতে ইতোমধ্যে মাঠে ইলেক্ট্রোম্যাগনেটিক প্রতিরক্ষা ব্যবস্থা চালুর চেষ্টা করছে ফুটবল ক্লাবটি।
তবে পরিকল্পনা নিয়ে বিস্তারিত কিছু না জানালেও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার পদক্ষেপ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ডয়েসে টেলিকম।
গ্রন্থনা: জাবেদ, সম্পাদনা: প্রণব