
জিহাদ হসাইন, ঢাকা: সানিয়া মির্জা নামের একটি পোশাকও এবারের ঢাকাই ঈদ বাজারে বেশ চলবে –এমনটাই আশা রকমারী পোশাক ব্যবসায়ীদের। নারীদের এ পোশাকটির নামকরণ করা হয়েছে ভারতের টেনিস সেনসেসন সানিয়া মির্জার নামে।
শুক্রবার রাজধানির নিউ মার্কেট, চাঁদনি চক,গাওছিয়া ও মসজিত মার্কেট ঘুরে নিউজনেক্সটবিডি ডটকম প্রতিবেদক এ তথ্য পেয়েছে। দেখা গেছে, অধিকাংশ রকমারী পোশাকের দোকানে দোকানে ক্রেতারা ভিড় জমাচ্ছেন সানিয়া মির্জা ড্রেসের জন্য। দাম একটু বেশি হলেও বিক্রি হচ্ছে বেশ।
‘ড্রেসটি অনেক সুন্দর। তবে দামটা একটু বেশি। আসলে ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে, তাই নিয়েছি।’ -এভাবেই বলছিলেন সোনিয়া মির্জা ড্রেসের এক ক্রেতা সাদিয়া আফরোজ। এ সময় বিক্রেতা উর্মি ফ্যাশনের মালিক মো. রুবেল বলেন, ‘এই ড্রেসটা এবারের ঈদে ভালো জনপ্রিয়তা পাবে মনে হচ্ছে। আজকেই পাঁচটি বিক্রি করেছি।’ দাম জানতে চাইলে রুবেল বলেন, ‘বাচ্চাদের জন্য কিনলে দুই থেকে চার হাজার টাকা আর বড়দের জন্য পাবেন সাত থেকে আট হাজার টাকার মধ্যে।’
নিউজনেক্সটবিডি ডটকম/এমএইচ/এমআই/এসকে