
ঢাকা: ওপার বাংলার প্রিয়জন রাজনীতিবিদ-নায়ক দেব। শুধু টালিগঞ্জেই নয় একইসঙ্গে বাংলাদেশে তার জনপ্রিয়তাও কম নয়। বেশ কিছু দিন যাবতই গুঞ্জন শোনা যাচ্ছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করবেন তিনি। এবার সব গুঞ্জজনের অবসান ঘটিয়ে ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান ডিজিটাল মুভিজ ও কলকাতার ভেঙ্কটেশ ফিল্মস’র ব্যানারে অভিনয় করতে চলেছেন পশ্চিমবঙ্গের এই সুপারস্টার।
‘চোখের জল’ নামের যৌথ প্রযোজনার এই ছবিতে দেবের বিপরীতে নায়িকা থাকবেন বাংলাদেশের কোনো এক নতুন মুখ। চলতি বছরের ২৭ ডিসেম্বর ছবির শুটিংয়ের জন্য শিডিউল দিয়েছেন দেব। ছবির শুটিং হবে এশিয়া-ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে।
উল্লেখ্য, প্রায় ১০ বছর আগে টালিউডে শুরু হয় দেবের ক্যারিয়ার। বাণিজ্যিক ছবির বাইরেও গেল বছরে মুক্তি পাওয়া কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘চাঁদের পাহাড়’ ছবিটি দেবকে অন্য এক উচ্চতায় পৌঁছে দেয়।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/জাই