
ঢাকা: বাপ্পী ও বিদ্যা সিনহা মিম জুটির তৃতীয় ছবি ‘আমি তোমার হতে চাই’। আর এই ছবির শুটিং শুরু হচ্ছে আগামী ১৩ জুন থেকে। সিনেমাটি নির্মাণ করছেন অনন্য মামুন। অন্যান্য ছবির ন্যায় এই ছবিতেও থাকছে চমক। আর এই চমকটি হলো বলিউডের হট গার্ল খ্যাত অভিনেত্রী রাখি সাওয়ান্ত।
নির্মাতা মামুন নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, ‘আমি তোমার হতে চাই’ ছবির একটি আইটেম গানে নাচবেন বলিউডের হট গার্ল খ্যাত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এরই মধ্যে তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ২৩ তারিখ ঢাকায় আসবেন রাখি।
‘
আমি তোমার হতে চাই’ ছবিতে বাপ্পী-মিম ছাড়াও আরো অভিনয় করবেন জন, দিপালী, ডন, মনিরা মিঠু ও মিশা সওদাগর।
‘আমি তোমার হতে চাই’ ছবির সংগীত পরিচালক হিসেবে থাকছেন হাবিব ওয়াহিদ, শফিক তুহিন, আহমেদ হুমায়ূন, নাভেদ পারভেজ ও আকাশ। গানে কণ্ঠ দেবেন হাবিব ওয়াহিদ, জেমস, মমতাজ, আকাশ, তাহসিন ও নন্দিতা।
নির্মাতা জানান, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে মুক্তি পেতে পারে ‘আমি তোমার হতে চাই’।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/জাই