
ঢাকা: ঢাকাবাসীর অধিকার অর্জনে জীবন দিতে হলেও তা দেবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। বৃহস্পতিবার বিকেলে গুলিস্তান মোড়ে জনগণের উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি একথা জানান।
সাঈদ খোকন বলেন, “রাস্তা অবৈধ দখল করতে দেয়া হবে না। কেউ বিশৃঙ্খলা করলে কঠোরভাবে তা দমন করা হবে। আপনারা আমাদের সঙ্গে ছিলেন। নির্বাচিত মেয়র হিসেবে আপনাদের ধন্যবাদ জানাই। চলার পথে নানা সংকট আসবে। আমরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কর্মী। আন্দোলন সংগ্রাম জেল-জুলুম সহ্য করেছি। আপনাদের ভালোবাসা নিয়ে নগর ভবনে এসেছি। আপনাদের অধিকার অর্জনে জীবন দিতে হলে দেব। আমি আপনাদের হাতে সুন্দর ঢাকা তুলে দেব।”
তিনি আরো বলেন, “রাজধানীর ফুটপাত ও সিটি কর্পোরেশন এলাকায় থাকা অবৈধ দোকান উচ্ছেদের বিষয়ে হাইকোর্টের দেয়া নির্দেশনার বাস্তবায়ন চাই। এজন্য প্রশাসনের প্রতি জোর অনুরোধও আমি জানিয়েছি। ঢাকার মেয়র হিসেবে জনগণের দুর্ভোগ আমি দেখতে চাই না। রাস্তায় রোগী বহনকারী গাড়ি চলতে পারে না। সড়কে কাউকে মরতে দেখতে চাই না। আমি জোর করে বলছি, আপনারা হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন করুন।”
উল্লেখ্য, গুলিস্তান পাতাল মার্কেট সংলগ্ন সড়কের অবৈধ হকার্স উচ্ছেদকালে সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও হকার্সদের সঙ্গে সৃষ্ট সংর্ঘের পর তিনি এ বক্তব্য দেন। এসময় মেয়রকে সমর্থন জানিয়ে উপস্থিত জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকে।
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের