
তুহিন সাইফুল, ঢাকা: উঁচু উঁচু দালানকোঠা রাজধানী ঢাকার অভিবাসিদের যেমন উপহার দিচ্ছে শান্তিদায়ক জীবনব্যবস্থা, তেমনি আবার কেড়ে নিচ্ছে আকাশে মেঘের ওড়াউড়ি আর দিগন্ত দেখার স্বাদ। রাজধানীর বুকে কর্মব্যস্ত মানুষেরা কাজের ভুলেও হয়তো মাথা তুলে তাকায় না, যারা তাকায় তারাও কি আকাশ দেখতে পায়? আকাশ জুড়ে নীল রঙের শূন্যতা, কিছু বর্ণিল মেঘ আর একঝাক শাদা পায়রা! এমন ‘চিত্রকল্প’ বহুদিন দেখে না ‘ঢাকা শহর’ নামের— মূলত শহর থেকে দূরের এই বিচ্ছিন্ন জনপদের মানুষজন।
অথচ ঢাকার তরুণরাও একসময় কবিতা লিখবে ভেবে আকাশ দেখতো, নিরুদ্দেশ মেঘের তীর্থযাত্রা দেখে বিহ্বল হয়ে চিন্তার গভীরতায় ডুবে থাকত, আর শাদা মেঘের সাথে সাথে পাল্লা দিয়ে উড়াতো একঝাঁক শাদা রঙের পায়রা। একসময় ঢাকার তরুণদের কাছে পায়রা পোষা আর পায়রা ওড়ানোর প্রতিযোগিতা ছিল প্রথম কৈশোরের উদ্দাম প্রেমের মতো এক বিপর্যস্ত নেশা৷ অথচ রাজধানীর বুকে পায়রা ওড়ানোর প্রতিযোগিতা এখন আর খুব একটা দেখা যায় না।
পুরনো ঢাকার গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে থাকা ‘আত্মীয়মতন’ বাড়িগুলোর ছাদে, বারান্দায় কিংবা কার্নিশে চোখ পড়লেই এখন আর দেখা যায়না সাহেবী পায়রার খোপ৷ টিভি অ্যান্টেনার পাশে বাঁশ দিয়ে বানানো পায়রা বসার মাঁচা৷ তারপরও কখনো কখনো ঢাকার আকাশে উড়াল দেয় দলছুট পায়রা। তাদের হয়তো ফিরে যাওয়ার ঠিকানা নেই, জিপসিদের মতো পৃথিবীর পথে পথে ঘুরে বেড়ানোর অভিশাপ নিয়ে ‘মৃত’ এই শহরের বুকে কিছুটা সময়— তারা ছড়িয়ে যায় কেবল প্রাণের মুগ্ধতা।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস