
ঢাকা: ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির (সিসাস) পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।দুই বছর মেয়াদী এ কমিটিতে দৈনিক খোলা কাগজের শামসুল আলম সেতু সভাপতি ও দ্য রিপোর্ট ২৪ ডটকমের কাওসার আজমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শুক্রবার সেগুনবাগিচায় বাগিচা রেস্টুরেন্টে সাধারণ সভা শেষে ১৫ সদস্যর কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সুমন মোস্তাফিজ(সংবাদ প্রতিদিন), যুগ্ন সম্পাদক এম এ মান্নান (বাংলাদেশ বেতার), অর্থ সম্পাদক মোস্তফা জাহাঙ্গীর আলম (মাসিক ঐতিহ্য), সাংগঠনিক সম্পাদক মো. ওমরে আজম খান (মাছরাঙ্গা টেলিভিশন), দফতর সম্পাদক মেহেদী হাসান ডালিম (রাইজিংবিডি ডটকম), প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রনি (বাংলাদেশ প্রতিদিন), তথ্য গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক রবিউল আলম (ডিবিসি), ক্রীড়া, সাংস্কৃতিক ও জনকল্যাণ সম্পাদক শেখ সাদী (নিউজ বাংলাদেশ ডটকম)।
নির্বাহী সদস্যরা হলেন, শাহনেওয়াজ দুলাল (দৈনিক বর্তমান), সেলিম খান (সংবাদ প্রতিদিন), সাজ্জাদ আলম খান তপু (যমুনা টেলিভিশন), আবু আলী (আমাদের সময়), মাছুম বিল্লাহ(আমাদের সময় ডটকম)।
কমিটি গঠনের আগে বার্ষিক প্রতিবেদন পেশ করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব কাওসার আজম।সাধারণ সভায় সবার সম্মতিক্রমে বার্ষিক আয় ব্যয় এবং সংগঠনের গঠনতন্ত্রের চুড়ান্ত অনুমোদন দেয়া হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আলী তালুকদার সিআইপি।
প্রতিবেদক: মো. ফজলু, সম্পাদনা: জাহিদ