ঢাকায় আসছেন থাই পররাষ্ট্রমন্ত্রী

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদিনাই দুই দিনের সফরে বুধবার ঢাকায় আসছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে এই সফরে আসছেন তিনি।
সফরে থাই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এই বৈঠক হবে।
বৈঠকে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনার প্রস্তুতি নেওয়া হয়েছে। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের দেয়া নৈশভোজে অংশ নেবেন থাই পররাষ্ট্রমন্ত্রী।এছাড়া তিনি সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধির সঙ্গেও বৈঠক করবেন।
প্রসঙ্গত, থাই পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদিনাই এর আগে ২০১৭ সালে ঢাকা সফর করেন। এছাড়া গত বছর মে মাসে থাই রাজকুমারী মহাচক্রী সিরিনধরন ঢাকা ও চট্টগ্রাম সফর করেছিলেন।