
ঢাকা: সাড়া ফেলে দেওয়া ডিজনি-পিক্সারের নতুন অ্যানিমেটেড সিনেমা ‘ফাইন্ডিং ডোরি’ এবার মুক্তি পাচ্ছে ঢাকাতেও। শুক্রবার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স-এর স্টার সিনেপ্লেক্স-এ শুরু হবে সিনেমাটির প্রদর্শনী। অ্যানিমেটেড সিনেমার ইতিহাসের অন্যতম সফল সিনেমা ‘ফাইন্ডিং নিমো’র সিকুয়াল হল এই সিনেমা। ১৭ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ‘ফাইন্ডিং ডোরি’।
‘ছোট্ট নিমোকে খুঁজে বের করতে প্রতিকূল সমুদ্রে তার বাবার অভিযানের গল্প ছুঁয়ে গিয়েছিল সিনেমাপ্রেমীদের হৃদয়’
ছোট্ট নিমোকে খুঁজে বের করতে প্রতিকূল সমুদ্রে তার বাবার অভিযানের গল্প ছুঁয়ে গিয়েছিল সিনেমাপ্রেমীদের হৃদয়। তারই ধারাবাহিকতায় এবার ১৩ বছর পরে মুক্তি পেল ‘ফাইন্ডিং ডোরি’। নিমোকে খোঁজার অভিযানে তার বাবার সঙ্গী হয়েছিল ডোরি নামের এক ব্লু ট্যাং ফিশ। এবারের গল্প ভুলোমনা সেই ডোরিকে নিয়েই, যার স্মৃতির আয়ু মাত্র ১০ সেকেন্ড!
ছোটবেলতেই নিজের পরিবারকে হারানো ডোরি শুধু এটুকুই জানে, তার বন্ধু নিমো এবং মারলিনের সহযোগিতায় তার পরিবারের খোঁজ পাওয়া সম্ভব। সেই বিশ্বাসেই শুরু হয় তাদের নতুন অভিযান, ঘুরতে ঘুরতে তারা হাজির হয় মন্টারি মেরিন লাইফ ইন্সটিটিউটে। নতুন মোড়ে বাঁক নেয় তাদের অভিযান।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস