
ঢাকা: আসছে ঈদে মুক্তিপ্রাপ্ত ছবির তালিকায় রয়েছে শাকিব-বুবলি অভিনীত শামিম আহম্মেদ রনি পরিচালত ‘বসগিরি’। এই ছবির দৃশ্যায়নের জন্য টানা নয়দিন ব্যাংককে শুটিং করছে বসগিরি ইউনিট। কাজ শেষ, মঙ্গলবার ঢাকায় ফিরছেন শাকিব খান এবং নবাগত নায়িকা শবনম বুবলী।
বুবলী বলেন, ‘আমরা গত শনিবার পর্যন্ত গানের শুটিং করেছি। রোববার থেকে করছি সিক্যুয়েন্সের শুটিং। বেশ কয়েকটি সিক্যুয়েন্সের শুটিং করেছি, কাজ অনেক ভালো হয়েছে। মঙ্গলবার রাতে আমরা ঢাকায় ফিরছি।’
এই ছবিতেই ব্যবহার করা হবে বুবলি নামের একটি গান। যেখানে বুবলিকে নিয়ে কথার মালা সাজাবেন শাকিব খান। গানটির পরিকল্পনাকারী শাকিব খান নিজেই। নতুন নায়িকা হিসবে বুবলিকে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই কৌশল।
ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘বসগিরি’ ছবিটি। এখন চলছে এর ডাবিংয়ের কাজ। শাকিব ও বুবলী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন রজতাভ দত্ত, অমিত হাসান, সাদেক বাচ্চু ও মিজু আহমেদ।
এবারই প্রথম বাংলাদেশের কোন সিনেমাতে ভারতীয় নৃত্য পরিচালক আদিল শেখ কোরিওগ্রাফি করছেন। আদিল শেখ বলিউডের ‘বজরঙ্গি ভাইজান’, ‘ধুম থ্রি’, ‘থ্রিজি’, ‘দাওয়াতে ইশক’, ‘মেরে ড্যাড কি মারুতি’, ‘গো গোয়া গোন’সহ বিভিন্ন ছবিতে নৃত্য পরিচালকের কাজ করেছেন।
প্রতিবেদন: আসিফ আলম, সম্পাদনা: সজিব ঘোষ