ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক
মৌলভীবাজার: কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শনিবার দুপুরের দিকে শ্রীমঙ্গলের রানকিচড় এলাকায় দেবে যাওয়া রেলসেতুটি মেরামত শেষে রেল যোগাযোগ আবারো স্বাভাবিক হয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ের ঊর্ধ্বতন প্রকৌশলী আলী আজম জানান, সেতুটি মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
শনিবার ভোরে পাহাড়ি ঢলে ওই সেতুটি দেবে গেলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুইটি ট্রেন আটকা পড়েছিল।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/ওয়াইএ