
ঢাকা: ঢাকা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে ছাত্রলীগের সাবেক সভাপতি এস আর পলাশের মৃত্যুবাষির্কী উপলক্ষে মিলাদে ছবি তোলাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।
পুলিশের নিউ মার্কেট জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার নাজমুন নাহার নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী নিউজনেক্সটবিডি ডটকমকে জানান, বিকালে কলেজের মিলনায়তনে মিলাদের পর ছবি তোলা নিয়ে ‘ইলিয়াস হল’ ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
তিনি বলেন, সংঘর্ষ শুরু হলে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে, শিক্ষার্থীরা এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বিস্ফোরণেরও শব্দ পাওয়া যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/জাই