
ঢাকা: রেলে উন্নয়নের নতুন চমক দেখানোর কথা জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। শনিবার সকালে ঢাকা সেনানিবাস রেলওয়ে স্টেশনে ঢাকা-কোলকাতা চলাচলকারী ‘মৈত্রী এক্সপ্রেস’ ট্রেনের চতুর্থ ট্রিপের উদ্বোধনকালে তিনি বলেন, “সরকারের বাকি দুই বছরে উন্নয়নের দিক দিয়ে রেলে নতুন চমক দেখাবো।” দেশের কোনো জেলা রেলের নেটওয়ার্কের বাইরে থাকবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।
মুজিবুল হক বলেন, “বাংলাদেশ রেলওয়ের বহুবিধ অগ্রগতি হচ্ছে। আগের বিএনপি সরকার ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ডাবল লাইন করা তো দূরের কথা, সংস্কার পর্যন্ত করেনি। এখন ডাবল লাইন করা হচ্ছে। এ কাজের ৭০ ভাগ শেষ হয়েছে।”
আগামী বছরের প্রথম দিকে খু্লনা-ভারতে রুটে ট্রেন চালু করা হবে বলেও জানান তিনি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে সাধারণ মানুষের যাতায়াত আগের তুলনায় বেশ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। তাছাড়া বাংলাদেশে ভারতীয় পর্যটকদের যাতায়াতও অনেক বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে সপ্তাহের বুধ, শুক্র ও রোববার কলকাতায় যায়। আর শনি, সোম ও মঙ্গলবার ঢাকার উদ্দেশে কলকাতা ছাড়ে। বৃহস্পতিবার ট্রেনটি বন্ধ থাকে।
আজ শনিবার সকাল ৭টায় রেলমন্ত্রী মুজিবুল হক চতুর্থ ট্রিপ উদ্বোধন করলেন। নতুন ট্রেনটি কলকাতা থেকে শুক্রবার ও ঢাকা থেকে শনিবার ছেড়ে যাবে।
প্রতিবেদন- ময়ূখ ইসলাম, সম্পাদনা: জাবেদ