
ঢাকা: প্রথম টেস্ট শুরুর পরেই পেটের ব্যাথায় ভুগছিলেন সাব্বির রহমান। পেটের এ সমস্যা নিয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে চট্টগ্রামে লড়াই করেছেন এ ব্যাটসম্যান। সাগরিকা ছেড়ে বুধবার ঢাকায় ফিরেছে টিম বাংলাদেশ। ঢাকায় এসেই ডাক্তারের শরণাপন্ন হতে হয় ডানহাতি এ ব্যাটসম্যানকে। বিমান থেকে নেমেই সোজা চলে যান বেসরকারী একটি হাসপাতালে। সেখানে এন্ডোসকপি করা হয়েছে। রিপোর্টে খারাপ কিচু ধরা পড়েনি বলেই নিশ্চিত করেছেন ডাক্তাররা। আর বিসিবির তরফ থেকে জানানো হয়েছে দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন ২৫ বছর বয়সী এ তারকা ক্রিকেটার।
আগামী ২৮ অক্টোবর থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুই ম্যাচের এ সিরিজের প্রথম ম্যাচে ২২ রানে জিতে ১-০তে এগিয়ে গেছে সফরকারী ইংল্যান্ড। সিরিজ ড্র করতে হলে আসন্ন এ ম্যাচে জয়ছাড়া কোনো বিকল্প পথ খোলা নেই স্বাগতিকদের সামনে। ড্র করলেও সিরিজ জিতে যাবে ইংলিশরা। প্রথম ম্যাচে হারের মুখে থাকা বাংলাদেশকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন সাব্বির রহমান। তার ৬৪ রানের ধৈর্য্যশীল ইনিংস অ্যালিষ্টার কুকবাহিনীর বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল। যদিও শেষ পর্যন্ত জিততে পারেনি বাংলাদেশ। টাইগাররা হারলেও জিতেছেন সাব্বির। তাই দলের অপরিহার্য্য ব্যাটসম্যানই বনে গেছেন তিনি।
দ্বিতীয় টেস্টে সাব্বিরের মাঠে নামা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তারপরও তাকে স্কোয়ার্ডে রেখেই ১৫ সদস্যের দল ঘোষনা করেছিল বিসিবি। অবশেষে আজ এন্ডোসকপি শেষে স্বস্তি ফিরে এসেছে টাইগার শিবিরে।
সাব্বিরের খেলা নিয়ে সংশয় কাটার পর জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আজ (বুধবার) সকাল ১১টায় সাব্বিরের এন্ডোসকপি করা হয়েছে। রিপোর্ট ভালো। কিছুটা গ্যাস আছে। আজ সাব্বির বিশ্রামে থাকবে। আগামীকাল সে অনুশীলন করবে। ইনশাল্লাহ্, ঢাকা টেস্টে সাব্বির খেলতে পারবে।’
প্রতিবেদন: কবিরুল ইসলাম, সম্পাদনা: তুহিন