
মানিকগঞ্জ: ঢাকা-পাটুরিয়া মহাসড়কের নবীনগর-পাটুরিয়া পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার সড়ক চারলেনে উন্নীত করার কাজ শুরু হবে সেপ্টেম্বর মাসে।
এডিবি’র অর্থায়নে এ কাজ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটের নিকট ‘পদ্মা-যমুনা’ নামে সড়ক ও জনপথ বিভাগ নির্মিত বাংলো উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘পবিত্র রমজান ও ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারবে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
তিনি বলেন, ‘সড়ক-মহাসড়কে চলাচলকারী অবৈধ থ্রি-হুইলার সংগঠিত দুর্ঘটনার জন্য দায়ী। এসকল যানবাহন বন্ধের ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নাঈমুর রহমান দুর্জয় এমপি, সড়ক পরিবহন ও সেতু বিভাগ সচিব এনএএন সচিব সিদ্দিক, প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, ইঞ্জিনিয়ার খান মো. আফতাব উদ্দিন, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম, আওয়ামী লীগ নেতা গোলাম মহীউদ্দীন, তাইয়েবুর রহমান টিপু, রণজিৎ সরকার ও ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান মাসুম উপস্থিত ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/জাই