
ঢাকা: অবশেষে প্রকাশিত হলো বাপ্পার ‘তুমি নাই’ গানের অফিসিয়াল মিউজিক ভিডিও। গানটি লিখেছেন শেখ রানা। সুর ও সঙ্গীত করেছেন বাপ্পা নিজেই। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন অভিজিত মজুমদার।
মিউজিক ভিডিওটিতে বাপ্পার সঙ্গে আছেন মডেল নোভেইরা রহমান। মঙ্গলবার ইউটিউবে গানটি প্রকাশ করা হয়। ইতিমধ্যে গানটি শ্রোতাদের মন জয় করেছে। শ্রোতারা ভিডিও’র নিচে জানাচ্ছেন তাদের মন্তব্য।
এক শ্রোতা লিখেছেন- এ যেন শুধু গান নয়,আমার প্রাণের শহর! আমার ঢাকা শহর।
ভিডিওতে এক যুবক সকাল বেলা বাসা থেকে গীটার হাতে বের হয়ে রাস্তায় হাঁটতে থাকে তার প্রেমিকার সন্ধানে। কখনো বাস স্ট্যান্ড আবার কখনো পার্কের পাশ দিয়ে হেঁটে চলছে। কখনো ফুলের দোকানে গিয়ে গোলাপ কিনছেন আবার ভুল করে অন্য মানুষকে ডেকে বসছেন। টিয়াপাখি নিয়ে কখনো রিকশায় আবার কখনো সিএজিতে। এভাবে হন্য হয়ে খুঁজছেন নিজেদের পছন্দের ঐ সব জায়গায় যেখানে তাদের স্মৃতি জড়িয়ে আছে। এভাবেই প্রাণের শহর ঢাকা’কে ফুটিয়ে তুলেছেন পুরো ভিডিওটিতে।
বাপ্পা তার অফিসিয়াল ফেসবুক পেইজে গানটির ভিডিওটি শেয়ার করেছেন এবং লিখেছেন সব শ্রোতাদের গানটি শোনার জন্য ও তাদের মূল্যবান মন্তব্য জানানোর জন্য।
প্রতিবেদক: নাহিদ ন্যাস, সম্পাদনা: প্রণব