
সিলেট: ঢাকা-সিলেট মহাসড়কে শুক্রবার থেকে বুধবার (২২ জুন) ভোর পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীর ওপর শেরপুর সেতুর সংস্কারকাজের জন্য ১৩ দিন এ সড়কে যান চলাচল বন্ধ রাখা হচ্ছে। সিলেটের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্কারকাজ চলার সময় যাত্রী ও চালককে বিকল্প হিসেবে মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ সড়ক ব্যবহারের পরামর্শ দেয়া হয়। এছাড়া ঢাকা থেকে যেসব গাড়ি আসবে, তাদের বাহুবলের মীরপুর বাজারে এসে শ্রীমঙ্গল রোড হয়ে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কে ওঠার পরামর্শ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ২২ জুন ভোর ৬টা পর্যন্ত এই সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করার কথা ছিল। তবে তা বৃহস্পতিবার থেকে না হয়ে শুক্রবার ভোর থেকে বন্ধ রাখা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসজি