
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের রমেশ চন্দ্র মজুমদার আর্টস অডিটোরিয়ামে ঈদে মিলাদুন্নবী ও বড়দিন উপলক্ষে ‘ইসলাম ও খ্রীস্ট ধর্মে মানবাধিকার’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এসময় বক্তারা ধর্মে ধর্মে মানুষের মিলন এবং মানুষের মানবাধিকারের বিষয়টিকে তুলে ধরে মানবিক চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মকে সচেতন করে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচকবৃন্দ আজকের অসহিষ্ণু ও ধর্মীয় সাম্প্রদায়িকতার বাস্তবতায় ইসলাম ও খৃষ্ট ধর্মের মূল ধারার মানবিকতার বিষয় নিয়ে আলোকপাত করেন।
আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক ড. ফাজরীন হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড. ফাদার তপন ডি’ রোজারিও।
প্রতিবেদন: মিশুক মনির