
মিশুক মনির, ঢাকা বিশ্ববিদ্যালয়: বাংলাদেশ স্টাডি ফোরাম (BDSF) এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ÒEnvisioning Our Common Future 2016’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিজনেস স্টাডিজ অনুষদ অডিটরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সম্মেলনের অন্যান্য কর্ম অধিবেশনগুলো অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্র ও উচ্চতর সমাজবিদ্যা গবেষণা কেন্দ্রে।
দু’দিন ব্যাপী এই সম্মেলনে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, ব্রুনাই, ফিলিপাইন, মালদ্বীপ, শ্রীলংকা, ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান ও ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। এছাড়াও, বিভিন্ন দেশের প্রায় দেড় শাতাধিক তাত্বিক, শিক্ষক ও গবেষক গবেষণা প্রবন্ধ পাঠিয়েছেন। সম্মেলন থেকে নির্বাচিত প্রবন্ধগুলো আয়োজনের সহযোগী জার্নালে প্রকাশ করা হবে।
এ সম্মেলনের আয়োজনে সহযোগী সংগঠনগুলো হচ্ছে: ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ (সিএসএস), এসইএস দাতব্য ফাউন্ডেশন, রমমারি ডট কম এবং এসইএল নিবাস হোটেল। সম্মেলনে জ্ঞান-সহযোগী হিসেবে রয়েছে সাউথ এশিয়ান জার্নাল ফা সোশ্যাল সায়েন্স , ঢাকা ইউনিভার্সিটি জার্নাল অব ডেভেলপমেন্ট স্টাডিজ, দ্য জার্নাল অব সোশ্যাল স্টাডিজ সমাজ নিরীক্ষণ এবং ফ্যামিলি মেডিসিন এন্ড প্রাইমারি কেয়ার রিভিউ।
স্টাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মো. আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম।
প্রকাশ: টিএস