
মিশুক মনির, ঢাকা বিশ্ববিদ্যালয়: নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শাহবাগের জাতীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে সাতদিন ব্যাপী একক বইমেলা শুরু হয়েছে। মেলা চলবে ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
রোববার বিকেল ৫টায় হুমায়ূন আহমেদের বইয়ের একক এ মেলার উদ্বোধন করেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন। হুমায়ূন আহমেদের বইয়ের প্রকাশকরা এ একক বইমেলার আয়োজন করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, হুমায়ূন আহমেদের ভাই কার্টুনিস্ট আহসান হাবিব, হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ও গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার।
ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘যারা হুমায়ূন আহমেদের বইয়ের সঙ্গে পরিচিত তাদের এ বইমেলা আকৃষ্ট করবে। হুমায়ূন আহমেদ পাঠক তৈরি করেছেন। প্রকাশকদের বড় রকমের সমর্থন দিয়েছেন। আজকে তার জন্মবার্ষিকীর দিনটি পাঠক ও প্রকাশদের মিলন মেলা। হুমায়ূন আহমেদের পূর্ণাঙ্গ জীবনী প্রকাশের জন্য সালেহ চৌধুরীকে দায়িত্ব দেওয়ার পরামর্শ দেন।’
সেলিনা হোসেন বলেন, ‘হুমায়ূন আহমেদ বহুমাত্রিক সৃজনশীল মানুষ। সাহিত্য দিয়ে তিনি আমাদের মাঝে প্রবেশ করেছেন। শুধু সাহিত্য নয়, চলচ্চিত্র, নাটক, সংগীত গল্প, উপন্যাসসহ সব জায়গায় নিপুণভাবে বিচরণ করেছেন তিনি।’
আহসান হাবীব বলেন, ‘হুমায়ূন আহমেদ রচিত পুরাতন বইগুলোর মধ্যে প্রচুর ভুল ধরা পড়েছে। আমি প্রকাশকদের সেসব বইয়ের ভুলগুলো সংস্কার করে তরুনদের হাতে তুলে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’
মেহের আফরোজ শাওন বলেন, ‘এ বইমেলা একমাত্র অনুষ্ঠান যেটি হুমায়ূন আহমেদ নিজে উদযাপন করে গেছেন।’
এবারের বইমেলায় হুমায়ুন আহমেদ রচনাবলী নবম ও দশম খন্ড ও হুমায়ূন আহমেদের কথামালা ও মেহের আফরোজ শাওন রচিত হুমায়ূন সঙ্গীত: নদীর নামটি ময়ূরাক্ষী এই চারটি মোড়ক উন্মোচন করা হয়। যা প্রকাশ করেছে অন্যপ্রকাশ ও কাকলী প্রকাশনী।
অমর একুশে গ্রন্থমেলার মতো ২৫ ভাগ ছাড়ে বই বিক্রি করা হবে বলে প্রকাশকদের পক্ষ থেকে জানানো হয়। এবারের একক বইমেলায় ১৭টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছেন।
সম্পাদনা: ইয়াসিন
আরো পড়ুন