
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হেলাল উদ্দিন খান সামসুল আরেফিনের মরদেহে শেষবারের মত শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আরেফিনের মৃতদেহ শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আনা হয়। এসময় সর্বস্তরের মানুষ তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অধ্যাপক ড. হেলাল উদ্দিন খান সামসুল আরেফিনের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা জ্ঞাপনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, মরহুমের ভাই ড. মহিউদ্দিন খান আলমগীর, ড. বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক, ছাত্রছাত্রীসহ বিপুল সংখ্যক গুণগ্রাহী। বিকেলে বিশ্ববিদ্যালয়ের মসজিদুল জামিয়ায় বাদ জোহরের নামাজে জানাজা শেষে বিকেলে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
উপাচার্য শোকবানীতে বলেন, অধ্যাপক ড. হেলাল উদ্দিন খান একজন মেধাবী ও নিষ্ঠাবান শিক্ষক ছিলেন। মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক হিসেবে সামাজিক বিজ্ঞানের গবেষণা ও তত্ত¡-চিন্তায় তিনি বিশেষ অবদান রেখেছেন। উপাচার্য তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. হেলাল উদ্দিন খান গতকাল ২৪ ডিসেম্বর ২০১৬ শনিবার তাঁর নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি ২০১৪ সালে বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সম্পাদনা: ইয়াসিন