
মিশুক মনির, ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘চেতনা সঞ্চারি প্রকাশে’ এই স্লোগানকে সামনে রেখে এফ রহমান ডিবেটিং ক্লাব (এফআরডিসি) বিতর্ক কর্মশালা ও বিতার্কিক অনুসন্ধান ২০১৬ কর্মসূচি শুরু করেছে।
এতে অংশগ্রহণ করছেন স্যার এফ রহমান হলের প্রথম বর্ষ হতে শেষবর্ষের আগ্রহী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।
বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে বিতর্ক কর্মশালা শুরু হয়। সাড়ে চারটায় শেষ হয়। বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী ২৪ জনকে নির্বাচন করা হয়। ২৪ জনকে ৮টি দলে ভাগ করে সংসদীয় পদ্ধতিতে বিতর্ক হবে। প্রত্যেক বিতার্কিক আলাদা আলাদা নম্বর পাবে। এভাবে ক্রমান্বয়ে সেরা বিতার্কিক নির্বাচন করা হবে।
বিতর্কের জন্য চারটি বিষয় নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো- (১) এখনি সময়…(২) আমি একজন…..(৩) স্বপ্নগুলো আজ…(৪) যৌবনের মূল চিন্তা হোক….শূণ্য স্থান নিজের মত করে পুরণ করে বাক্য গঠন করে বিতার্তিকদের বিতর্ক করতে হবে বলে জানান আয়োজকরা।
সম্পাদনা: জাহিদ