
মিশুক মনির, ঢাকা বিশ্ববিদ্যালয়: রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ইউনিটের ফল প্রকাশিত হবে। ৩১ অক্টোবর সোমবার দুপুর ১২টায় ‘ঘ’ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করবেন।
‘ঘ’ইউনিটে আসন সংখ্যা রয়েছে ১ হাজার ৫৪০টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৯৭টি, বিজনেস স্টাডিজে ৩৯০, মানবিকের জন্য ৫৩টি। এ বছর ‘ঘ’ইউনিটে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৯ হাজার ১৭০ জন।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ওয়েবসাইট থেকে ভর্তিচ্ছুরা তাদের ফল জানতে পারবেন।
আগামীকাল দুপুর ১২টার পর থেকে ভর্তি পরীক্ষার ফলাফরের বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd থেকেও জানা যাবে।
এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে DU<>Gha<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে।
গত ২৮ নভেম্বর, শুক্রবার ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলে বেলা ১১টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ঢাকার শহরের বিভিন্ন স্কুল কলেজের ৯৯ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সম্পাদনা: জাহিদ