Friday, July 1st, 2022
ঢাবির ঘ ইউনিটে পাসের হার ৯.৮৩ শতাংশ
October 31st, 2016 at 1:02 pm
ঢাবির ঘ ইউনিটে পাসের হার ৯.৮৩ শতাংশ

মিশুক মনির, ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ‘ঘ’ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার ‘ঘ’ ইউনিটের পাসের হার ৯.৮৩ শতাংশ।

সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিস থেকে ফলাফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক।

পরীক্ষার বিস্তারিত ফল ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) জানা যাবে।

এছাড়া, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DU Gha লিখে রোল নম্বর দিয়ে 16321 নম্বরে যেকোনো অপারেটরের মোবাইল ফোন থেকে send করে ফিরতি SMS এ ভর্তিচ্ছুরা ফল জানতে পারবেন।

এবার ভর্তিচ্ছু মোট ১ লাখ ৯ হাজার ১৭০ জন শিক্ষার্থীর মধ্যে ৭৬ হাজার ৯৮৯ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৭ হাজার ৫৬৬ জন উত্তীর্ণ হয়েছেন।

ঘ ইউনিটে আসন সংখ্যা রয়েছে ১ হাজার ৫৪০টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৯৭টি, বিজনেস স্টাডিজে ৩৯০টি ও মানবিকের জন্য ৫৩টি আসন বরাদ্দ রয়েছে।

পাস করা শিক্ষার্থীদের ৭ নভেম্বর থেকে ১৪ নভেম্বরের মধ্যে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। কোটায় আবেদনকারীদের ৬ নভেম্বর থেকে ১০ নভেম্বরের মধ্যে কোটার ফরম ডিন অফিস থেকে সংগ্রহ করে তা পূরণ করে জমা দিতে হবে।

ফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে থেকে ৩ নভেম্বরের মধ্যে ডিন অফিসে আবেদন করা যাবে। আগামী ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। বিষয় মনোনয়নের ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ২১ নভেম্বর।

ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, ‘ঘ’ইউনিটের ভর্তি কমিটির আহ্বায়ক ও অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ ও অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ।

গত ২৮ অক্টোবর (শুক্রবার) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওইদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১১ টায়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ঢাকা শহরের বিভিন্ন স্কুল ও কলেজের ৯৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সম্পাদনা: জাহিদ

 


সর্বশেষ

আরও খবর

সংসদে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব

সংসদে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব


আ’লীগ নেতা বিএম ডিপোর একক মালিক নন

আ’লীগ নেতা বিএম ডিপোর একক মালিক নন


চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ

চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ


ভোজ্যতেল ও খাদ্য নিয়ে যা ভাবছে সরকার

ভোজ্যতেল ও খাদ্য নিয়ে যা ভাবছে সরকার


তৎপর মন্ত্রীগণ, সীতাকুণ্ডে থামেনি দহন

তৎপর মন্ত্রীগণ, সীতাকুণ্ডে থামেনি দহন


অত আগুন, এত মৃত্যু, দায় কার?

অত আগুন, এত মৃত্যু, দায় কার?


যে গল্প এক অদম্য যোদ্ধার

যে গল্প এক অদম্য যোদ্ধার


আফগান ও ভারতীয় অনুপ্রবেশ: মে মাসে আটক ১০

আফগান ও ভারতীয় অনুপ্রবেশ: মে মাসে আটক ১০


সীমান্ত কাঁটাতারে বিদ্যুৎ: আলোচনায় বিজিবি-বিজিপি

সীমান্ত কাঁটাতারে বিদ্যুৎ: আলোচনায় বিজিবি-বিজিপি


চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর সরকার

চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর সরকার