
মিশুক মনির, ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাবিতে ঐতিহ্যবাহী শহীদুল্লাহ হলের নবনির্মিত প্রধান ফটক মঙ্গলবার বিকেলে উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক উদ্বোধনী বক্তব্যে বিজয়ের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ ৩০ লাখ শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি স্মরণ করেন মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয় পরিবারের শহীদ সদস্যদের। কার্জন হল ও শহীদুল্লাহ হলের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে উপাচার্য বলেন- একটি ফটক শুধু নিরাপত্তা নয়, ঐতিহ্যের পরিচিতিও বহন করে। উপাচার্য ফটকটির দীর্ঘস্থায়ীত্বের ওপর গুরুত্বারোপ করে যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার আহ্বান জানান।
এ সময় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আইনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, ফটকের নকশার স্থপতি এস এম আমিনুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এ কে এম আফজালুল হক এবং হলের আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা।
সম্পাদনা: ইয়াসিন