
ঢাকা: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব। এ উৎসবের পূর্বপ্রস্তুতি কর্মশালা শুরু হচ্ছে শনিবার। প্রতিটি হলে চলবে বিশেষ এ কর্মশালা। ক্লাস নেবেন বিশ্ববিদ্যালয়ের গুণী শিক্ষক ও দেশ বরেণ্য শিল্পীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতর সংলগ্ন আবদুল মতিন চৌধুরী মাল্টিমিডিয়া কক্ষে (পুরাতন সিনেট কক্ষ) শুক্রবার সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “শনিবার থেকে কর্মশালা শুরু হবে। যারা এতে ভালো করবে, তাদের নিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে মূল উৎসব করা হবে। কর্মশালায় প্রতিটি বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ হলে অংশ নেবে। এ উৎসবের মাধ্যমে দেশের সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরা হবে।”
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ, ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা, সংগীত বিভাগের চেয়ারপারসন ড. মহসিনা আক্তার খানম, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সুদীপ চক্রবর্তী প্রমুখ।
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের