
ঢাবি: বাংলাদেশে সফররত আসাম গণপরিষদের নেতা ও আসামের সাবেক মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মোহন্ত-এর নেতৃত্বে ৩-সদস্যর একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছে। উপাচার্য’র বাসভবনে অত্যন্ত আনন্দঘন ও অন্তরঙ্গ পরিবেশে প্রতিনিধিদলের সাথে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মোহন্ত-এর স্ত্রী সাবেক এমপি ও ডাউন টাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জয়শ্রী গোস্বামী মোহন্ত এবং এজিপি পার্টির কার্যনির্বাহী সদস্য ও রাংগিয়া জেলা সভাপতি ধ্রবজ্যতি শর্মা।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল তাদের অভিব্যক্তি ব্যক্ত করে বলেন, কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের বাইরে বাংলাদেশের সঙ্গে ভারতের হৃদয়ের সম্পর্ক। বাংলাদেশের টেকসই উন্নয়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের ঐতিহ্যগত সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
উপাচার্য বৃটিশ ভারতের সময় প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-চেতনা বিকাশের প্রেক্ষাপট এবং বাংলাদেশের অভ্যুদয় সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি আলোকপাত করেন বৃটিশ ভারত থেকে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উত্তরাধিকার এবং বাংলাদেমের উন্নয়নের সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির চিত্র।ভারত এই অঞ্চল তথা আসামের জীবনাচরণ, সংস্কৃতি এবং শিক্ষার পরম্পরা বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতির সাথে অত্যন্ত নিবিড় বলে উল্লেখ করেন।
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা প্রকল্প এবং শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি সম্পর্কেও উপাচার্য প্রতিনিধিদলকে অবহিত করেন।
মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মোহন্ত-এর স্ত্রী সাবেক এমপি অধ্যাপক ড. জয়শ্রী গোস্বামী তার বাংলা ও ইংরেজিতে প্রকাশিত বেশ কিছু প্রকাশনা ও গ্রন্থ উপাচার্যকে প্রদান করেন। জয়শ্রী গোস্বামী একজন বিজ্ঞানের ছাত্রী হয়েও তিনি যে সাহিত্য রচনায় নিয়োজিত রয়েছেন সেজন্য উপাচার্য তাকে অভিনন্দন জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন নারায়নগঞ্জের সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলি, চট্টগ্রামের এমপি ওয়াসিকা আয়শা খান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী ফারুক হোসেন।
প্রতিবেদক: মিশুক মনির, সম্পাদনা: জাহিদ