ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা প্রতিনিধি দলের সাক্ষাৎ

মিশুক মনির, ঢাকা বিশ্ববিদ্যালয়: চীনের কুয়াংসি নরমাল ইউনিভার্সিটির ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক ড. গুই-ফা সুর নেতৃত্বে ৫-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছে।
এ সময় উপাচার্য বলেন, ‘বাংলাদেশ এবং চীনের মধ্যে দীর্ঘদিন যাবৎ চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের সংক্ষিপ্ত ইতিহাস চীনা প্রতিনিধি দলকে অবহিত করেন।’
এছাড়া সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের কুয়াংসি নরমাল ইউনিভার্সিটির মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে মত বিনিময় করেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, অধ্যাপক লি তংমি, অধ্যাপক ঝেন ফেং চেন এবং ঝেং জি।
প্রকাশ: টিএস