
মিশুক মনির, ঢাবি: স্পেনের শান্তিয়াগো দি কম্পোসতেলা ইউনিভার্সিটির অধ্যাপক শান্তিয়াগো ফার্নান্দেজ মসকুয়েরা’র নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছে।
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘স্প্যানিশ ল্যাংগুয়েজ কোর্স’ আরো সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্পেনের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের সংক্ষিপ্ত ইতিহাস প্রতিনিধিদলকে অবহিত করেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা ছিলেন অধ্যাপক আম্পারো পোর্তা রিভাস, অধ্যাপক মারিয়া এস্ত্রেলা, অধ্যাপক ক্রিস্টিনা রদ্রিগেজ, অধ্যাপক ওলফ্রাম সিকিঞ্জার, অধ্যাপক আর পোলজার, অধ্যাপক পিয়ারি সিভিল, অধ্যাপক মিসেস পাওলা লরেঞ্জো, অধ্যাপক পিলার অর্দিন ক্যানালেস, অধ্যাপক ইগনাসিও এ এবং অধ্যাপক ভিক্টোরিয়া ভি।
সম্পাদনা: সজিব ঘোষ