
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিজয়ের মাস ডিসেম্বরে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রতিষ্ঠাকালীন কমিটি (২০১৭-১৮) নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মুনির চৌধুরী সেমিনার কক্ষে আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন সংগঠনটির আহ্বায়ক সাইফুল্লাহ সাদেক এবং সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন সদস্য সচিব আহমেদ রেজা।
৩৩ সদস্য বিশিষ্ট কমিটিটি অনুমোদন করেন গবেষণা সংসদের প্রধান পৃষ্ঠপোষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এসময় তিনি বলেন, ‘গবেষণা ব্যতিত দেশ বা পৃথিবীর অগ্রগতি সম্ভব নয়। গবেষণা পারে একটি সুন্দর ও মানবিক দেশ-বিশ্ব গড়তে। নতুন এই সংগঠনটির প্রয়োজন ছিলো। আশা করি আমার শিক্ষার্থীরা বহুমুখী নানা গবেষণা বিশ্ব দরবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে।’
নব নির্বাচিত কমিটির সহ-সভাপতি হলেন জিএম আরিফুজ্জামান, ইমরান হাবিব, ফায়সাল বিন আশিক। যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাফওয়ান মাহমুদ, আয়েশা সিদ্দিকা, জিৎ দে। সাংগঠনিক সম্পাদক হলেন মো. ইয়াসির আরাফাত মানিক, কোষাধ্যক্ষ মকসুদুল করিম সোহেল, দপ্তর সম্পাদক আহমেদ ইলিয়াস, প্রেস সেক্রেটারি শাকির আহমেদ, জনসংযোগ সম্পাদক নিশাত রায়হান অমনি, যোগাযোগ সম্পাদক মনিরা বেগম, মানব সম্পদ বিষয়ক সম্পাদক অতসি আমিন, প্রকাশনা সম্পাদক কবির হোসাইন, আন্তর্জাতিক সম্পক বিষয়ক সম্পাদক মাহাদী হাসান, সাংস্কৃতিক সম্পাদক ফারহান কবির সিফাত, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক প্রিন্স, সমাজকল্যাণ সম্পাদক শামিম মিজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাকিব রাহাত, পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী পাবেল।
কার্য নির্বাহী সদস্যরা হলেন, রবিউল ইসলাম, মাসুদ রানা, মৃত্যুঞ্জয় মজুমদার, সাফরিন ঐশি, আরিফুর রহমান, সানোয়ারুল হক সনি, ইসতিয়াক আহমেদ হৃদয়, জুওহার জাহান বিনা, মিশুক মনির, মো. পনির হোসাইন তালুকদার, আলী মুর্তজা পিয়াল।
উল্লেখ্য, ৬ ডিসেম্বর, ২০১৬ সালে ‘সুন্দর একটি পৃথিবীর জন্য গবেষণা’ (রিসার্চ ফর এ বেটার ওয়ার্ল্ড) এই স্লোগানকে সাথে নিয়ে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীধ্যমে বিশ্ববিদ্যালয়ের গৌরব পুনরুদ্ধারে শিক্ষার্থীদের গবেষণায় সার্বিক অংশগ্রহণ নিশ্চিত করাই এই সংগঠনটি। দের গবেষণা বিষয়ক এই সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী করে তুলতে গবেষণা বিষয়ক নানা পদক্ষেপ গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনটির নব নির্বাচিত কমিটির সদস্যরা।
প্রতিবেদন: মিশুক মনির