
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, যাতে ২৬ দশমিক ২১ শতাংশ শিক্ষার্থী ভর্তির যোগ্য বিবেচিত হয়েছেন, যা স্মরণকালের রেকর্ড।
ভর্তি পরীক্ষায় যোগ্য বিবেচিত ১৮ হাজার ৪৬৪ জনের মধ্যে ১ হাজার ৬১৫ জন শিক্ষার্থী শেষ পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যাবসায় শিক্ষা অনুষদ, কলা অনুষদ ও শর্ত সাপেক্ষে বিজ্ঞান অনুষদের অধীনে বিভাগগুলোতে লেখাপড়া করার সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক মো. আখতারুজ্জামান মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে সংবাদ সম্মেলন করে এই ফলাফল ঘোষণা করেন।
এদিকে গত ১২ অক্টোবর হয় ভর্তি পরীক্ষার দিনই প্রশ্ন ফাঁসের গুঞ্জন ছড়ায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলায়ও করে থানায়, গ্রেপ্তার হয় বেশ কজন। যাকে হোতা বলা হচ্ছে, তিনি অবশ্য ধরা পড়েননি।
চলতি বছর বিশ্ববিদ্যালয়ে অন্য ইউনিটগুলোতে যে পরীক্ষা হয়েছে, তাতে পাসের হার ১২ শতাংশ ছাড়ায়নি। রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পাস করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপাচার্য আখতারুজ্জামান বলেন, এই অনুষদের প্রশ্ন তুলনামূলকভাবে অন্যান্য অনুষদের চেয়ে সাবলীল ও সহজ হয়েছে তাই পাসের হার স্বাভাবিকভাবেই বেড়েছে।
উপাচার্য বলেন, আমরা এতগুলো ছেলের জীবন নিয়ে খেলতে পারব না। যখন যাকে আমরা আইডেনটিফাই করতে পারব, তখন তার ভর্তি বাতিল করে দেব। যদি সে ইউনিভার্সিটি থেকে বেরিয়েও যায়, তখনও আমরা তার ভর্তি বাতিল করব।
প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত কমিটির কাজের অগ্রগতির বিষয়ে উপাচার্য বলেন, আমাদের কাছে বিভিন্নভাবে যে তথ্য এসেছে তা পর্যালোচনা করা হয়েছে। এর আগে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা জালিয়াতির সাথে জড়িত তারা কেউ ছাড় পাবে না।
নিজস্ব প্রতিবেদক, সম্পাদনা: এম কে রায়হান