
ঢাকা: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাবির চারুকলা ইন্সটিটিউটের এক শিক্ষার্থী এবং ঢাকা কলেজের চার শিক্ষার্থী আহত হন। মঙ্গলবার রাত ১০টার দিকে নিউমার্কেটের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের শাহনেওয়াজ হলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ঢাকা কলেজের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র মিথুন (২১), ইতিহাস বিভাগের শামীম (২১), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আবীরকে (২২) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ঢাকা কলেজের শিক্ষার্থী শামিমের মাথায় সাতটি সেলাই দেয়া হয়েছে। আঘাতে আবিরের মাথাও ফেটে গেছে। এছাড়া ঢাবি শিক্ষার্থী শাহাদাতের মাথায় চারটি সেলাই দেয়া হয়েছে।
জানা গেছে, ঢাবির শাহনেওয়াজ হোস্টেলের সামনে বিজয় কর্নার রেস্টুরেন্টে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী আড্ডা দিচ্ছিলেন। এই সময় তারা কয়েকজন মেয়েকে নিয়ে মন্তব্য করলে ঘটনাস্থলে উপস্থিত ঢাবির শিক্ষার্থী শাহাদাতের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এই সময় শাহাদাতকে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী মারধর করে। এতে তার মাথা ফেটে যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে নিউমার্কেট থানার ওসি তদন্তের আলোকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান।
নিজস্ব প্রতিবেদক, সম্পাদনা: এম কে রায়হান