
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাশিয়ার জাতীয় কবি ও সাহিত্যিক আলেক্সান্দর পুশকিনের একটি আবক্ষ ভাস্কর্য স্থাপন করা হয়েছে। আলেক্সান্দর পুশকিন ১৭৯৯ সালে মস্কোয় জন্মগ্রহণ করেন, ১৮৩৭ সালে তিনি মারা যান।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ‘রাশিয়ার নাগরিকদের উপহার’ হিসেবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই ভাস্কর্যটি স্থাপন করা হয়। এটি নির্মান করেছেন শিল্পী কুজনিৎসোভ মুরোমস্কি। ভাস্কর্যটি উন্মোচন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
এ উপলক্ষে উপাচার্যের কার্যালয়সংলগ্ন লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাংলাদেশে প্রগতি প্রকাশনের সৌজন্যে আগে রুশ সাহিত্যের অনেক বাংলা অনুবাদ পাওয়া যেত, যেটা এখন পাওয়া যায় না। তিনি উভয় দেশের সাহিত্যকর্ম দুই ভাষায় অনুবাদের ওপর জোর দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, রাশিয়ার প্রধান কবি পুশকিনের ভাস্কর্য স্থাপনের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে।
রুশ রাইটার্স ইউনিয়ন পুশকিন শাখার সেক্রেটারি ইগর নভোসেলোভ বলেন, বিশ্ব সংস্কৃতিচর্চার অংশ হিসেবে এই ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দর ইগনাতোভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক নাসরীন আহমাদ ও অধ্যাপক সহিদ আকতার হুসাইন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান এবং রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের পরিচালক আলেক্সান্দর দিওমিন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই