Thursday, June 30th, 2022
ঢাবি শিক্ষক নিয়োগ: ৪ শূন্য পদে ৯ জনকে সুপারিশ
November 2nd, 2016 at 7:42 pm
ঢাবি শিক্ষক নিয়োগ: ৪ শূন্য পদে ৯ জনকে সুপারিশ

মিশুক মনির, ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের চারটি শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হলেও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নয় জনের নাম সুপারিশ করা হয়েছে।

এখানেই শেষ নয় নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ দেয়া ওই সব শিক্ষকদের তিনজনের স্নাতকোত্তর ডিগ্রি নেই বলে অভিযোগ পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন কম যোগ্যতা সম্পন্ন এবং চারজনের বিজ্ঞপ্তি দিয়ে নয় জনকে  ‍নিয়োগ দেয়ার ঘটনা এবারই প্রথম।

গত সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় মোট নয় জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। নিয়ম অনুযায়ী লেকচারার পদে আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন হতে হলেও নিয়োগপ্রাপ্ত তানভীর আহমেদ, নূরুস সাকিব ও সজীব বড়ুয়ার শিক্ষকতা যোগ্যতা শুধু অনার্স পাস। জানা গেছে তারা তিনজনই বুয়েট থেকে স্নাতক করে বর্তমানে মাস্টার্সে পড়ছেন।

এ বিষয়ে প্রোভিসি (শিক্ষা) ও বিশ্ববিদ্যালয় নিয়োগ কমিটির সভাপতি প্রফেসর ড. নাসরীন আহমাদ জানিয়েছেন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে শিক্ষক চাহিদা ও শিক্ষর্থীদের স্বার্থেই ওই শিক্ষকদের নিয়োগ দেয়া হয়েছে।

তবে সিন্ডিকেটের ওই সভায় অনেক সদস্য নিয়োগের বিরোধিতা করেছেন বলে জানা গেছে। নিয়োগপ্রাপ্ত নয় জনের মধ্যে ওই তিনজন ছাড়া বাকিরা হলেন: মো. সিরাজুর রহমান, মো. শাহরুজ্জামান, শান্তা বিশ্বাস, মো. মিনহাজুল ইসলাম, সৈকত চন্দ্র দে ও মো. সাজেদুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে ওই শিক্ষক নিয়োগের ঘটনা ঘটলেও এ বিষয়ে কিছুই জানতেন না বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম নুরুল আমিন। তিনি নিউজনেক্সটবিডি.কমকে বলেন, ‘আমাদের এ বিষয়ে অবগত না করেই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষকরা এ বিষয়ে কিছুই জানে না।’

এ ঘটনায় তুমুল বিতর্কের মুখে পড়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। নিয়মবহির্ভূতভাবে কেন তাদের নিয়োগ করা হলো জানতে চাইলে উপাচার্য  বলেন, ‘অনেক সময় বিভাগ থেকে মেধাবীদের নিয়োগ দেয়া হয় না। নিজের পছন্দমতো ব্যক্তিকে নিয়োগের জন্য পরিকল্পিতভাবে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভা নিজে থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। এভাবে  এর আগেও মেধাবী শিক্ষকদের নিয়োগ দেয়া হয়েছে।’ অনার্স পাস করা ব্যক্তিকে ঢাবির শিক্ষক হিসেবে সুপারিশ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘মাস্টার্স সম্পন্ন করার পর তাদের চাকরি স্থায়ী করা হবে। এর আগে তারা অস্থায়ী হিসেবে থাকবেন।’

এর আগে এ বিভাগের চারজন শিক্ষক শিক্ষা ছুটিতে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ্ববিদ্যলয়ে যোগ না দেয়ায় তাদের পদগুলো শূন্য ঘোষণা করা হয়। নতুন করে শিক্ষক নিয়োগ দিতে হলে বিভাগ ও অ্যান্ডডি কমিটির সুপারিশের প্রয়োজন পড়লেও ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগকে না জানিয়েই নিয়োগ দেয়া হয়েছে ওই শিক্ষকদের। আওয়ামী লীগ সমর্থীত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জোট নীল দলের শিক্ষকরাও এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা হয় সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্য থেকেই। তবে ওই ভর্তি প্রক্রিয়ায় ঢাবির বাইরের থেকে পাস করা শিক্ষার্থীদের নিয়োগ দেয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ও শিক্ষক ক্ষোভ প্রকাশ করেছেন। শুধু অর্নাস পাস করা একজন ব্যক্তি কী করে ঢাবির ‍শিক্ষক হতে পারে এই প্রশ্ন তুলে অনেকে বলেছেন, ‘ওই শিক্ষকদের দলীয় বিবেচনায় নিয়োগ দেয়া হয়েছে।’

সম্পাদনা: জাহিদ


সর্বশেষ

আরও খবর

সংসদে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব

সংসদে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব


আ’লীগ নেতা বিএম ডিপোর একক মালিক নন

আ’লীগ নেতা বিএম ডিপোর একক মালিক নন


চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ

চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ


ভোজ্যতেল ও খাদ্য নিয়ে যা ভাবছে সরকার

ভোজ্যতেল ও খাদ্য নিয়ে যা ভাবছে সরকার


তৎপর মন্ত্রীগণ, সীতাকুণ্ডে থামেনি দহন

তৎপর মন্ত্রীগণ, সীতাকুণ্ডে থামেনি দহন


অত আগুন, এত মৃত্যু, দায় কার?

অত আগুন, এত মৃত্যু, দায় কার?


যে গল্প এক অদম্য যোদ্ধার

যে গল্প এক অদম্য যোদ্ধার


আফগান ও ভারতীয় অনুপ্রবেশ: মে মাসে আটক ১০

আফগান ও ভারতীয় অনুপ্রবেশ: মে মাসে আটক ১০


সীমান্ত কাঁটাতারে বিদ্যুৎ: আলোচনায় বিজিবি-বিজিপি

সীমান্ত কাঁটাতারে বিদ্যুৎ: আলোচনায় বিজিবি-বিজিপি


চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর সরকার

চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর সরকার