শাহবাগে ফের ঢাবি শিক্ষার্থীদের অবস্থান

ঢাকা: নাসিরনগরে হিন্দুদের বাড়ি ও মন্দিরে হামলার প্রতিবাদ জানাতে ফের রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে শাহবাগ মোড় অবরোধ করে প্রতিবাদ সমাবেশ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে শাহবাগে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধের কারণে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
এর আগে গত শুক্রবার দুপুরে একই দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থী।
গ্রন্থনা ও সম্পাদনা: মাহতাব শফি