ঢামেকে বৃদ্ধাসহ ২ জনের মরদেহ উদ্ধার

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকা থেকে বৃদ্ধাসহ অজ্ঞাতপরিচয় দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, তারা দুজনই ভবঘুরের মতো হাসপাতালে ঘুরে বেড়াতেন।
সোমবার বিকালে ও সন্ধ্যায় পৃথকভাবে ঢামেকের পিডি হোস্টেলের সামনে থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই-এবি) আবুল মিয়া বলেন, ‘সন্ধ্যায় ঢামেকের পিডি হোস্টলের সামনে থেকে অজ্ঞাতপরিচয় (৭০) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার আগে বিকেল ৫টার দিকে ঢামেকের নতুন ভবনের সামনে থেকে অজ্ঞাতপরিচয় (৬০) আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: ইয়াসিন আলী