ঢামেক ভবন থেকে লাফিয়ে রোগীর আত্মহত্যা

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন থেকে লাফ দিয়ে সোহান (২০) নামের এক রোগী আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই রইস।
তিনি জানান, রাতে ঢামেকের নতুন ভবন থেকে লাফ দিয়ে পড়ে সোহান আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে সোহানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রেখে আসে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সোহান চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উনকিলা গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি তার পরিবারের সঙ্গে ডেমরা থানার উগাই পশ্চিম পাড়ার মিলন রোডের ২০ নম্বর বাড়িতে বসবাস করছিলেন।
গ্রন্থনা, সম্পাদনা: মাহতাব শফি