
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০ দলীয় জোটে জামায়াতে ইসলামীকে আর না রাখার সিদ্ধান্ত নিয়েছেন মর্মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দীন যে বক্তব্য দিয়েছেন সেটা তার ব্যক্তিগত অভিমত। তাছাড়া ড. এমাজউদ্দীন সাহেব বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী। তিনি দলের কেউ নন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, ‘এমাজউদ্দীন সাহেব যে বক্তব্য দিয়েছেন এটা কোনো দলীয় সিদ্ধান্ত নয়। এটা তার ব্যক্তিগত ব্যাপার।’
‘জামায়াত ছাড়ার ব্যাপারে ২০ দলীয় জোটে নীতিগত কোনো আলোচনা কিংবা সিদ্ধান্ত হয়নি। আমরা জাতীয় ঐক্যের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছি। এর অগগ্রতি সম্পর্কে বিস্তারিত আপনাদের পরে জানানো হবে’ বলেন তিনি।
সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করার কারণেই দেশে আজ সামগ্রিক দিক থেকে সংকট সৃষ্টি হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘বিরোধীদলকে নিশ্চিহ্ন করার টার্গেট করেছে সরকার। এজন্য তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। তারেক রহমানকে খালাস দেয়া একটি মামলায় আপিল করে তাকে ৭ বছরের সাজা দেয়া হয়েছে। সর্বশেষ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়ি নিয়ে একটি মামলায় তাকে হয়রানি করা হচ্ছে।’
বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বর্তমান প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে করা ১০ হাজার মামলা প্রত্যাহার করেছে। কিন্তু একই মামলায় বিএনপির চেয়ারপারসনসহ দলের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই/ওয়াইএ