ঢাকা: জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রদত্ত ভাষণে পঠিত স্বরচিত ছড়া-
কৃষকের ক্ষেতে ধানের ঢেউ, পাটের হাসি,
জলাতে মাছের নাচানাচি।
বিদ্যুতে কারখানা সচল,
গ্রামের ঘরবাড়ি আলোতে ঝলমল।
ছাত্র-ছাত্রীর হাতে হাতে বই,
কমিউনিটি ক্লিনিকে ডাক্তার-রুগির ভিড়ে হৈচৈ।
হাতে হাতে মোবাইল ইন্টারনেট,
স্কুলের ল্যাবে কম্পিউটার সেট।
ফোরলেন ফাইওভার পদ্মাসেতু পায়রা সোনাদিয়া,
গোটা দুনিয়া দেখছে বিস্ময়ে চাহিয়া।
সমুদ্রে সাবমেরিন, আকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট,
ইউনিয়নে তথ্য কেন্দ্র, সব খবরের জন্য ওয়েবসাইট।
আরও বহু আছে শেখ হাসিনার প্রচেষ্টা,
মহামান্য রাষ্ট্রপতির ভাষণে আছে সবটা।