
কুমিল্লা: সোহাগী জাহান তনুর দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্ট কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কুমিল্লা সিআইডি কার্যালয়ে পৌছেছে। রোববার সকাল ১০ টা ৫০মিনিটে রিপোর্টটি সিআইডি কার্যালয়ে পৌছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের অফিস সহকারী ফারুক ও ডোম মাহে আলম রিপোর্টটি নিয়ে আসেন। সিআইডি কুমিল্লা অফিসের এ এসআই মোশাররফ হোসেন রিপোর্টি গ্রহণ করেন। তবে রিপোর্টে কি আছে তা বিস্তারিত তা এখনো জানানো হয়নি।
৩০ মার্চ আদালতের নির্দেশে দ্বিতীয় ময়নাতদন্তের জন্য তনুর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার কামদা প্রসাদকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
ইতোমধ্যে সিআইডি ঢাকা থেকে তনুর ডিএনএর পূর্ণাঙ্গ রিপোর্ট এ কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট জমা দেয়া হল।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/এসআই