তনু হত্যা: বিচারের দাবিতে মানববন্ধন

কুমিল্লা: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের শনাক্ত, গ্রেফতার ও বিচারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন করা হয়েছে। সোমবার সকালে নগরীর কান্দিরপাড় পুবালী চত্বরে ‘জাস্টিস ফর তনু’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে তনুর মা আনোয়ারা বেগম ও ছোটভাই উপস্থিত ছিল।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক পরেশ কর, গণজাগরণ মঞ্চ কুমিল্লার সমন্বয়ক খায়রুল আনাম রায়হান, সংগঠক আবুল কাশেম হৃদয় ও তনুর মা আনোয়ারা বেগম।
বক্তারা বলেন, তনু হত্যার ৯০ দিন পেরিয়ে গেলেও এখনো আসামিদের শনাক্ত করা হয়নি। বক্তারা দ্রুত তনু হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/এসআই