
কুমিল্লা: ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনুর ডিএনএ পরীক্ষার পুরো প্রতিবেদন দ্বিতীয় ময়নাতদন্তকারী মেডিকেল বোর্ডকে দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিআইডি ওই প্রতিবেদন মেডিকেল বোর্ডের প্রধানের কাছে হস্তান্তর করে।
রোববার কুমিল্লার অতিরিক্ত প্রধান নির্বাহী হাকিম জয়নাব বেগম ডিএনএর পুরো প্রতিবেদন দ্বিতীয় ময়নাতদন্তকারী মেডিকেল বোর্ডকে দেওয়ার জন্য সিআইডিকে আদেশ দেন। আদালতের ওই আদেশের পরিপ্রেক্ষিতে সিআইডি ডিএনএর সাতটি পরীক্ষার প্রতিবেদনই মেডিকেল বোর্ডকে দিয়েছে।
২০ মার্চ সোহাগী জাহান তনুর লাশ কুমিল্লা সেনানিবাসের পাওয়ার হাউসের পাশে কালভার্টের কাছের জঙ্গল থেকে উদ্ধার করা হয়। ২১ মার্চ তনুর লাশের প্রথম ময়নাতদন্ত হয়। এতে মৃত্যুর কোনো কারণ নিশ্চিত করা হয়নি।
ময়নাতদন্তে ধর্ষণের কোনো আলামতও পাওয়া যায়নি বলে প্রথম প্রতিবেদনে উল্লেখ করেন ডা. শারমিন সুলতানা।
২৮ মার্চ তনুর লাশ কবর থেকে উত্তোলন করে দ্বিতীয় ময়নাতদন্তের আদেশ দেন আদালত। ৩০ মার্চ তনুর লাশ উত্তোলন করা হয়। ওই দিনই কুমিল্লা মেডিকেল কলেজের গঠিত মেডিকেল বোর্ড দ্বিতীয় ময়নাতদন্ত করে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/এসআই