
ঢাকা: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক জানিয়েছেন, বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম আহমেদ চৌধুরীই বাংলাদেশের কথিত আইএস প্রধান। তিনি জেএমবির নতুন একটি গ্রুপের ‘মাস্টারমাইন্ড’।
মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘গুলশান হামলার সময় তামিম চৌধুরী বাংলাদেশেই ছিলেন। হামলার আগে জঙ্গিদেরকে তামিম ব্রিফ করেছিলেন বলে আমাদের কাছে তথ্য আছে।’
সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া মেজর সৈয়দ মো. জিয়াউল হক আনসারুল্লাহ বাংলা টিমের মাস্টারমাইন্ড বলেও জানান পুলিশ প্রধান।
তামিম ও জিয়ার অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘তারা দেশে আছেন না বিদেশে এ বিষয়ে এখনও আমরা নিশ্চিত হতে পারি নি। তবে তামিম ও জিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
তাদের ওপরে কোনো রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠি রয়েছে কিনা-জানতে চাইলে আইজিপি বলেন, ‘তাদের গ্রেফতারের পর এ বিষয়টি জানা যাবে।’
গুলশান, শোলাকিয়া এবং কল্যাণপুরের ঘটনায় হিযবুত তাহরীরের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা-এমন প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, ‘এসব নাশকতার সঙ্গে হিযবুত তাহরীরের সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি।’
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস