
ঢাকা: টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পূরণ করলেন তামিম ইকবাল। ৪৪তম ম্যাচে এসে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। জাফর আনসারির বল সোজা ব্যাটে খেলে ৩ রান নিয়ে এই মাইলফলকে পৌঁছান বাংলাদেশের এই ব্যাটসম্যান। ৬০ বলে ৭ চারে তিনি হাফসেঞ্চুরির কোটা পূরণ করেন।
ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। ইনিংসের শুরুতে ইমরুল ফিরে গেলেও ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ইংলিশ বোলারদের ওপর চড়াও হয়েছেন শুরু থেকেই। চট্টগ্রাম টেস্টেও দারুণ ছন্দে ছিলেন তামিম। সেই চেনা ছন্দ তাকে আজও দেখা গেলো মিরপুরের ২২ গজে।
শুরুর ধাক্কা সামনে দলকে এগিয়ে নিচ্ছেন তামিম ইকবাল ও মুমিনুল হক। তামিম ১৩৯ বলে ক্যারিয়ারের অষ্টম শতক আর মুমিনুল ৭০ বলে অর্ধশতক তুলে খেলছেন।
তামিম ইকবালের রয়েছে ২০টি হাফসেঞ্চুরির পাশাপাশি ৭টি সেঞ্চুরি। ইংল্যান্ডের বিপক্ষে এর আগে দুটি সেঞ্চুরি পেয়েছেন তামিম ইকবাল যদিও এর একটিও ঘরের মাঠে নয়। ঘরের মাঠে তামিমের খেলা সর্বোচ্চ সংগ্রহ ৮৬। ২০১০ সালে চট্টগ্রামে ৮৬ এবং মিরপুরে ৮৫ রানের ইনিংস ছিল ইংলিশদের বিপক্ষে। রোববার হয়তো ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সেঞ্চুরি করে এই আক্ষেপ পূরণ করবেন টাইগার এই ওপেনার!
গ্রন্থনা ও সম্পাদনা: মাহতাব শফি